![প্রেমিকাকে খুশি করতে ছাগল চুরি করলেন এই প্রেমিক ! প্রেমিকাকে খুশি করতে ছাগল চুরি করলেন এই প্রেমিক !](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-72-2502070931.jpg)
প্রতীকী অর্থে ব্যবহৃত
ভালোবাসার মাস ফেব্রুয়ারি, আর প্রেমিকার জন্য বিশেষ গিফট কিনতে ছাগল চুরির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার বাদামাইল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের এক যুবক ফেসবুকের মাধ্যমে হিলি থানা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে পালিয়ে গিয়ে বিয়ে করলেও আর্থিক অনটনের কারণে মেয়েটি বাবার বাড়ি ফিরে আসেন। সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক লুকিয়ে দেখা করতেন।
সম্প্রতি সরস্বতী পূজায় প্রেমিকার আবদারে দেখা করতে বিহার থেকে আসেন যুবক। উপহার কেনা ও ঘোরাঘুরিতে সব টাকা শেষ হয়ে গেলে, প্রেমিকার জন্য ভ্যালেন্টাইনস ডে-তে গিফট কিনতে ছাগল চুরির সিদ্ধান্ত নেন।
ছাগল নিয়ে হাটে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ হেফাজত থেকে প্রেমিক প্রেমিকাকে ফোন করলে, খবর পেয়ে থানায় ছুটে আসেন তরুণী।
ওই তরুণী বলেন, “আমাদের সম্পর্ক বাড়ি থেকে মেনে নেয়নি। কিন্তু সে আমাকে খুব ভালোবাসে, আমার জন্য পাগল।”
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জাফরান