ছবিঃ সংগৃহীত
ছুটি সংক্রান্ত বিবাদের জেরে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
বৃহস্পতিবার দুপুরে নিউটাউনের সরকারি কারিগরি ভবনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অসিত সরকার টেকনিক্যাল এডুকেশন বিভাগের কর্মী, বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়। ছুটি নিয়ে সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে জয়দেব চক্রবর্তী, শেখ সাতাবুল, শান্তনু সাহা ও সার্থ লেটকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ছুরি হাতে রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যায় অভিযুক্তকে, যা এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ঘটনার মূল কারণ ছুটি সংক্রান্ত বিবাদ নাকি অন্য কিছু, কিংবা অভিযুক্তের কোনো মানসিক সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
জাফরান