ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

এবার ফ্রান্সের যুদ্ধবিমান পেল ইউক্রেন!

প্রকাশিত: ১৩:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

এবার ফ্রান্সের যুদ্ধবিমান পেল ইউক্রেন!

সংগৃহীত

চলমান সংঘাতের মাঝেই ফ্রান্সের বিশেষ সামরিক সহায়তা পেলো ইউক্রেন।ইউক্রেনের আকাশ শক্তিশালী করতে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষাকে আরও জোরদার করতে ফ্রান্স থেকে অত্যাধুনিক মিরাজ  টু থাউজেন্ড ফাইটার জেট পেয়েছে ইউক্রেন। যুদ্ধবিমান পরিচালনায় ইউক্রেনীয় পাইলটদের বিশেষ প্রশিক্ষণও দিয়েছে প্যারিস। নকশায় পরিবর্তন ও নতুন প্রযুক্তির সংযোজনের ফলে মিরাজ 2005-এফ আরও বিধ্বংসী হয়ে উঠেছে বলে দাবি করেছে ফ্রান্স।

মিরাজ টু থাউজেন্ড  ফরাসি আকাশ প্রতিরক্ষার কিংবদন্তি!বিগত কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীতে অন্যতম নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে ব্যবহৃত হচ্ছে মিরাজ টু থাউজেন্ড।

এবার ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই বিমান হস্তান্তর করল ফ্রান্স।বৃহস্পতিবার কিয়েভের কাছে প্রথম চালান হস্তান্তর করে ফ্রান্স। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকে আরও কার্যকর করতে ইউক্রেনকে শর্তসাপেক্ষে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রতিরক্ষা দপ্তর।

নতুনভাবে নকশা পরিবর্তন ও আধুনিক সেন্সর সংযোজনের ফলে মিরাজ টু থাউজেন্ড ফাইভ-এফ আরও বিধ্বংসী হয়ে উঠেছে। যুদ্ধবিমানটি এখন দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাও রয়েছে।

বিশ্বজুড়ে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা রয়েছে। দেশটির সমরভাণ্ডারে সুখোই ও মিগের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং এস-400-এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তাই ফরাসি মিরাজ কতটা কার্যকর হবে ইউক্রেনের রুশবিরোধী লড়াইয়ে, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সূত্র:https://tinyurl.com/d6rhw36c  

 

আফরোজা

×