ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে যা বললেন জাতিসংঘ মহাসচিব 

প্রকাশিত: ২১:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে যা বললেন জাতিসংঘ মহাসচিব 

ফিলিস্তিনিদের স্থানান্তর করে গাজা দখলে ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসময় তিনি গাজায় জাতিগত নিধন এড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, সমাধান খুঁজতে গিয়ে সংকট আরও ঘনীভূত করা উচিত হবে না।

এদিকে, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে বিশ্বনেতৃবৃন্দ ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন । 

দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা মাধ্যমে সংকট সমাধানের পক্ষে সমর্থন করে আসছে জাতিসংঘ। বার বার উদ্যোগ নেওয়া হলেও এখনও কার্যকর হয়নি সেই উদ্যোগ। বরং নানা অজুহাতে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল।

এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখলে নেয়ার পরিকল্পনা জানিয়ে ফিলিস্তিন সংকট আরও ঘনীভূত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্র্যানসেকা অ্যালবানিজ বলেন, ‘তিনি যা প্রস্তাব করেছেন, এটা অর্থহীন এবং বেআইনি। অনেকে এটাকে জাতিগত নিধনের সাথে তুলনা করছেন। কিন্তু বিষয়টি আরও ভয়াবহ। এই জোরপূর্বক বাস্তুচ্যুতি, গণহত্যার প্রেক্ষাপটকে আরও উস্কে দেবে। যা আন্তর্জাতিক অপরাধ।’

রাশিয়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দ্বিরাষ্ট্র সমাধানের ওপর আবারও জোর দিয়েছে।

বিশ্ব নেতাদের শঙ্কা, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি না দিয়ে ফিলিস্তিনিদের অন্য দেশে যেতে বাধ্য করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকিতে পরবে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, ‘ফিলিস্তিনিদের অবশ্যই বাড়ি ফিরতে দেওয়া উচিত। তাদের পুনর্নির্মাণের অনুমতি দেওয়া উচিত। কিন্তু না করে, গাজা থেকে ১৮ লক্ষ মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনে আমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছি। তিনি যা করতে চাচ্ছেন তা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতির পাশাপাশি ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়ের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছেন।’

এদিকে, ট্রাম্প তার প্রথম মেয়াদের মতোই বিভ্রান্তিকর আচরণ করছে বলে সমালোচনা করেছেন বিশ্লেষকদের একাংশ। তাদের মতে, গাজা ইস্যুতে ট্রাম্পের যে পরিকল্পনা তা বাস্তব নয়। 

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ জেমস গেলভিন বলেন, ‘এই পরিকল্পনা যে কাজ করবে, তার কোনও সম্ভাবনা নেই। এ্রর সাথে জড়িত অনেকগুলি বিষয় । এতে জাতিগত নির্মূল জড়িত, মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্রুতি জড়িত। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন জড়িত।’

গাজা দখলের পরিকল্পনা ঘোষণার প্রতিবাদে আমেরিকার সিয়াটলে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। এসময় ট্রাম্পের সিদ্ধান্তে গাজা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা জানান তারা।

 

সজিব

×