ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ধানমন্ডি ৩২ এ ভাঙচুরের ঘটনায় ক্ষেপে গেলেন মলম বিক্রেতা খ্যাত ময়ূখ!

প্রকাশিত: ১৮:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ এ ভাঙচুরের ঘটনায় ক্ষেপে গেলেন মলম বিক্রেতা খ্যাত ময়ূখ!

ছবি: সংগৃহীত

ধানসন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের বিতর্কিত সাংবাদিক ময়ুখরঞ্জন ঘোষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেন, মনে পড়ছে যে ঘরে বসেই বঙ্গবন্ধু জয় বাংলার ডাক দিয়েছিলেন, ভারতে আসলে যেমন রাজঘাটে যাওয়া আবশ্যিক সেভাবে বাংলাদেশে বিদেশী কোনো রাষ্ট্র নেতা এলেই যে বাড়িতে যেতেন সেই ৩২ নম্বরের ধানমন্ডির বাড়িটি আজ আগুনে পুড়িয়ে খাঁক করে দেয়া হলো। মুজিবের সমস্ত স্মৃতি শেষ। মুজিবের সমস্ত স্মৃতি শেষ। সবটা। ওভার! 

সিঁড়ির মাঝ বরাবর রাখা থাকতো তাঁর বুলেটবিদ্ধ দেহের সাদা-কালো ছবি। রাখা থাকতো জাতীয় পতাকা। গোটা বাড়ি জ্বালিয়ে বিজয় উল্লাস পালন হলো। 

মুজিবের সমস্ত স্মৃতি, তার ব্যবহৃত সামগ্রী চি তা য় তুলে, মুজিব নামটা নিশ্চিহ্ন। এটাই চেয়েছিলেন তো? নেকুপুশু কিছু কলকাতার মুক্তমনা এই আন্দোলনই সমর্থন করেছিল তো? কাল এক এক করে আবার মুখোশ খুলবো ওদের। কারা জিহাদিদের থেকে টু পাইস কবিতা উৎসবের জন্য কামাতে গেছেন, ঢাকায় কাদের কোন হোটেলের কোন ঘর রাখা থাকতো সব ক্রমশ বেরোবে যদি বোবা সেজে থাকে এই কলকাতার ভণ্ড সেকুলাররা। 

“মুক্তিযুদ্ধের ধর্ষিতা মেয়েদের বাবার নামের জায়গায় আমার নামটি লিখে দাও। আর ঠিকানা দিয়ে দাও ধানমণ্ডি ৩২ নম্বর।”৭১ সালে শেখ মুজিবুর রহমান বলেছিলেন। শেষে জাস্ট এমনি মনে করলাম। বাঙালি তো, মনে হলো এটাও লিখি।

শিহাব

×