ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা:ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কি অনিবার্য?

প্রকাশিত: ০৭:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা:ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কি অনিবার্য?

ইরান সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘাঁটিতে মজুত রয়েছে ১০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল যা যুদ্ধজাহাজ ধ্বংসে সক্ষম। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ঘাঁটি পরিদর্শন করে বলেছেন, শত্রুরা সামান্য ভুল করলেই ধ্বংস হয়ে যাবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ সম্পদ ফেরত দিতে হবে। তবে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতিতে অটল । ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগের জবাবে তেহরান বলছে, এটি নাকি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।কিন্তু প্রশ্ন রয়ে যায়-এই কূটনৈতিক টানাপোড়েন কি শেষ পর্যন্ত যুদ্ধের দামামায় পরিণত হবে?

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।ইরানের মিসাইল ও অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল যুক্তরাষ্ট্র ও ইসরাইল জোটকে ভাবিয়ে তুলেছে। অন্যদিকে, চীন ও রাশিয়া যদি ইরানের পক্ষে অবস্থান নেয়, তবে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক সংকটের দিকে ধাবিত হবে। প্রশ্ন থেকেই যায়-ট্রাম্প কি সরাসরি সামরিক পদক্ষেপ নেবেন? নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনা কি বাস্তবে রূপ নেবে? নাকি মধ্যপ্রাচ্যের শান্তি কেবলই এক অধরা স্বপ্ন হয়ে থাকবে?

ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন হামলার আশঙ্কা এখন তুঙ্গে। য়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ক্ষমতায় আসীন হওয়ার পর ট্রাম্প প্রশাসনের একাধিক বক্তব্য ও পশ্চিমা মিডিয়ার গোয়েন্দা সূত্রে বলা হচ্ছে, ইরান এখন মার্কিন-ইসরাইলি টার্গেট তালিকার শীর্ষে রয়েছে। 

এমনকি নেতানিয়াহুর ইসরাইলি বাহিনী গোপনে অত্যাধুনিক F-35 স্টিলথ যুদ্ধবিমান ও লেজার-গাইডেড মিসাইল মোতায়েন করছে, যা বড় ধরনের সামরিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। নেতানিয়াহুর দাবি, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তবে সেটি শুধু ইসরাইল নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে।

নেতানিয়াহুর ভাষ্য, ইরান পরমাণু বোমা বানালে তা শুধু ইসরাইলের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই হুমকি।

কাতারের আল জাজিরা কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইরানের পরমানু স্থাপনায় হামলা মানেই যুদ্ধের ঘোষণা। সে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে। তার এ বক্তব্য ইরানের প্রতিশোধের নীতির প্রতিফলন।

সূত্র: https://tinyurl.com/ye24djd2

আফরোজা

×