ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, ভারতের দখলে থাকা কাশ্মির একদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ সফরকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “কাশ্মিরের জনগণ পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাতে আমরা সবসময় তাদের সমর্থন জানাবো। কোনো সন্দেহ নেই, একদিন কাশ্মির স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।”
কাশ্মিরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিম মুনির বলেন, “ভারতের দখলকৃত কাশ্মিরে হিন্দুত্ববাদীদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে। তবে এই দমন-পীড়ন সেখানে বসবাসরত জনগণের মনোবল আরও দৃঢ় করবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা পাকিস্তানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের চেষ্টা করবে, তাদের আমরা উপযুক্ত জবাব দেবো এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা যেকোনো মূল্যে রক্ষা করবো।”
কাশ্মিরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকেও অংশ নেন আসিম মুনির। সেখানে তিনি আশ্বস্ত করেন, কাশ্মিরের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান তাদের পাশে থাকবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
মো. মহিউদ্দিন