ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে চীন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০১:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে চীন যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নানান সিদ্ধান্ত নিচ্ছেন। নির্বাহী আদেশে অনেক কিছুর পরিবর্তন আনছেন।
 
তিনি বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করছেন। ট্রাম্প প্রশাসন মূলত বিশ্ববাজারে শুল্ক প্রভাব বিস্তার শুরু করেছে।

চিনা পণ্যের উপর  ১০% শুল্ক আরোপের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে বেইজিং বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে ট্রাম্পের শুল্ক আরোপ পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে অভিযোগ দায়ের করবে। 

শুল্ক বৃদ্ধির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপ এর প্রতিক্রিয়ায় অধিকার ও স্বার্থ রক্ষার জন্য একই রকম পাল্টা ব্যবস্থাও গ্রহণ করবে চীন। 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরো জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। এটি তাদের নিজস্ব সমস্যার সমাধান তো করবেই না বরং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে। 

যুক্তরাষ্ট্র যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় কয়লা ও লিকুইড প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ করবে জানিয়েছে। 

একই সাথে অপরিশোধিত তেল কৃষি যন্ত্রপাতি এবং কারীর ওপর শুল্ক আরোপ করা হবে।

সূত্রঃ https://www.youtube.com/shorts/YxoicR8g5CM

শিলা ইসলাম

×