ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

নিজের অবস্থান পরিবর্তন করলেন জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত ইউক্রেন

প্রকাশিত: ২১:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত ইউক্রেন

ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্যের পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি। খবর আরটির।
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যদি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর এই একটি মাত্র পথই খোলা থাকে, সেক্ষেত্রে আমি বলব আমরা এই সেটআপে যেতে এবং শান্তি সংলাপে বসতে প্রস্তুত। যদি আমাকে প্রশ্ন করেন যে পুতিনের সম্পর্কে আমার মনোভাব কী তার উত্তর হলো আমি তার প্রতি তেমন দয়া-মায়া অনুভব করি না এবং তাকে শত্রু মনে করি। আর আমার মনে হয়, তিনিও আমকে শত্রুই মনে করেন। এদিকে নিহত সেনার সংখ্যা এখনো পর্যন্ত খুব বেশিবার জানায়নি ইউক্রেন। রাশিয়াও তাদের নিহতের সংখ্যা অধিকাংশ সময় গোপন রেখেছে। বুধবার ব্যতিক্রমী কাজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধে ৪৫ হাজার ১০০ সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা তিন লাখ ৯০ হাজার। উল্লেখ্য, পুতিনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশের মাধ্যমে নিজের পূর্ব অবস্থান থেকে ঘুরে গেছেন জেলেনস্কি। কারণ এর আগে তুরস্ক, বেলারুশ ভারতসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় বেশ কয়েক বার রাশিয়ার সঙ্গে শান্তি সংলাপের জন্য জেলেনস্কিকে আহ্বান জানিয়েছিলেন। মধ্যস্থতাকারী দেশ হিসেবে বেলারুশ এবং তুরস্ক দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে সংলাপের আয়োজনও করেছিল। কিন্তু জেলেনস্কি সেসব আহ্বান ও আয়োজনে সাড়া দেননি। উপরন্তু, ২০২২ সালে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রিও জারি করেছিলেন জেলেনস্কি। সেই ডিক্রিতে তিনি বলেছিলেন, যতদিন পুতিন ক্ষমতায় থাকবেন ততদিন মস্কোর সঙ্গে কোনো শান্তি সংলাপে বসবে না ইউক্রেন। ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

×