ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ফিলিস্তিনিদের চলে যাওয়ার পরামর্শ ট্রাম্পের

গাজা দখল করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২১:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

গাজা দখল করবে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন ট্রাম্প। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা উপত্যকায় যে ফিলিস্তিনিরা বসবাস করেন তাদের আরও সুন্দর কোনো ভূখণ্ডে উন্নততর জীবন প্রাপ্য। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের উচিত অবিলম্বে উপত্যকা ত্যাগ করা। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রে প্রবাসী ফিলিস্তিনি এবং মধ্যপ্রাচ্যের নেতাদের অবস্থানের সমালোচনাও করেছেন তিনি। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে সৌদি আরবের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তাকে প্রত্যাখ্যান করেছে রিয়াদ। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৌদির অবস্থান আগের মতোই আছে। খবর বিবিসি ও আলজাজিরার। এদিকে গাজাকে জাতিগতভাবে নির্মূল করা এবং যুক্তরাষ্ট্রের গাজার মালিকানা নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মানুষ। এ সময় ট্রাম্পকে সতর্ক করে তারা প্যালেস্টাইন ‘ইজ নট ফর সেল’ বলে স্লোগান দিতে থাকেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের প্রতিবাদ করেন এবং ট্রাম্প প্রশাসনকে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং ইসরাইলি নৃশংসতার নিন্দা করেন। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষ গাজা এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের সম্পর্কে যেমন ভাবেন তাদের তুলনায় আমার চিন্তা-ভাবনা অনেকটাই আলাদা। আমি মনে করি একটি নতুন, চমৎকার এবং সুন্দর ভূখণ্ড গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রাপ্য। আমাদের উচিত এমন কিছু মানুষকে খুঁজে পাওয়া যারা আর্থিক বিনিয়োগের মাধ্যমে সেই ভূখণ্ডকে সুন্দর, বসবাসযোগ্য এবং আনন্দময় করে গড়ে তুলবে। যদি এমন একটি বন্দোবস্ত করা যায়, তাহলে আমার বিশ্বাস ফিলিস্তিনিরা আর গাজায় ফিরে যেতে চাইবে না। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত আরব ও ফিলিস্তিনিদের নেতাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা চান ফিলিস্তিনিরা যেন গাজায় যে জীবনযাপন করছেন, তা যেন অব্যাহত থাকে। ট্রাম্প আরও বলেছেন, তিনি গাজা স্ট্রিপের দীর্ঘমেয়াদি মালিক হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখেন। তিনি বলেন, আমি অনেক মাস ধরে এটি খুব ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করেছি এবং আমি একে প্রতিটি ভিন্ন কোণ থেকে ভেবে দেখেছি।

×