ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

কারণ জানলে চমকে উঠবেন

স্ত্রীর কারণে ২০ মিলিয়ন ডলারের কনসার্ট হারালেন এই গায়ক!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:০৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

স্ত্রীর কারণে ২০ মিলিয়ন ডলারের কনসার্ট হারালেন এই গায়ক!

ছবিঃ কেনি ওয়েস্ট ও স্ত্রী বিয়ানকা (সংগৃহীত)

২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কেনি ওয়েস্টের স্ত্রী বিয়ানকা সেনসোরির স্বচ্ছ, ত্বকের রঙের পোশাক পরা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার জেরে জাপানের বিনিয়োগকারীরা কেনি ওয়েস্টের প্রতি হতাশ হয়েছেন, যার ফলে তার ২০ মিলিয়ন ডলারের টোকিও কনসার্ট বাতিল করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপানের রক্ষণশীল সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই ঘটনা দেশটির মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই এটিকে প্রকাশ্যে স্ত্রীর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে দেখছেন, যা দর্শকদেরও বিরক্ত করেছে।

সমালোচকরা বলছেন, কেনি ওয়েস্ট জাপানের সাংস্কৃতিক মূল্যবোধ ও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি যথাযথভাবে বোঝেননি। যার ফলে এই বিতর্ক তার ক্যারিয়ারে নতুন এক সংকট তৈরি করতে পারে।

জাফরান

×