ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

নারীকে চুম্বন দেওয়ার অভিযোগে মামলা ভারতের বিধায়ক নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ১৬:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

নারীকে চুম্বন দেওয়ার অভিযোগে মামলা ভারতের বিধায়ক নেতার বিরুদ্ধে

ছবিঃ সংগৃহীত

এএপি বিধায়ক দিনেশ মোহনিয়া বিরুদ্ধে এক নারীর অভিযোগ, তিনি তাকে চুম্বন ছুড়েছেন এবং অশালীন ইশারা করেছেন। সঙ্গম বিহার পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়েছে। ঘটনাটি নির্বাচনের দিন ঘটে, যখন ওই নারী ভোট দিতে গিয়েছিলেন।

মোহনিয়া সঙ্গম বিহার আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির চন্দন কুমার চৌধুরী এবং কংগ্রেসের হার্ধ চৌধুরী। এদিন দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

এটি প্রথমবার নয়, ২০১৬ সালে মোহনিয়া বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠেছিল। তখনও তিনি এক নারীকে গালাগালি ও হেনস্তা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয়েছিল।

তথ্যসূত্রঃhttps://www.oneindia.com/new-delhi/case-against-aap-mla-dinesh-mohaniya-for-allegedly-blowing-kisses-at-woman-4062647.html?ref_source=OI-EN&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

মারিয়া

×