![যে কারণে গাজার দখল নিতে চান ট্রাম্প যে কারণে গাজার দখল নিতে চান ট্রাম্প](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1-1-2502051002.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার দখল নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন, যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করবে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। তাঁর মতে, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে হবে, তবে কীভাবে তা বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং এর উন্নয়ন করবে। তিনি গাজার অস্তিত্ব সংকট কাটিয়ে সেখানে নতুন কাজের সুযোগ সৃষ্টি করবেন। যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য গর্বের বিষয় হবে। গাজা উপত্যকায় বসবাসরত ২৩ লাখ মানুষকে পুনর্বাসিত করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
তবে, ট্রাম্পের ঘোষণার পর অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, কোন কর্তৃত্বে যুক্তরাষ্ট্র এই দখল নিতে পারে। তাঁদের মতে, গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বিপরীতে। ট্রাম্পের এ ধরনের পদক্ষেপ পূর্ববর্তী প্রশাসনের নীতির বিরুদ্ধে।
এছাড়া, গাজার বাসিন্দাদের স্থানচ্যুত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। যা বিশ্ব সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়তে পারে। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্পের এই পরিকল্পনাকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দিয়েছে। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার বাসিন্দারা এ ধরনের পরিকল্পনা কখনো সফল হতে দেবেন না।
আশিক