ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আজই বিমান দিয়ে ২০৫ জন অবৈধ ভারতীয়কে বিতাড়ন করছে ট্রাম্প

প্রকাশিত: ১৩:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আজই বিমান দিয়ে ২০৫ জন অবৈধ ভারতীয়কে বিতাড়ন করছে ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসী মঙ্গলবার দুপুরে অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এই ২০৫ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, এবং তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রথমে বিমানটি সকালে আসার কথা ছিল, তবে এখন এটি দুপুরে পৌঁছাবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত বিমানে থাকা যাত্রীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই অভিবাসীরা মূলত পাঞ্জাব এবং আশেপাশের রাজ্যগুলোর বাসিন্দা। পাঞ্জাবের পুলিশ প্রধান গৌরব যাদব জানিয়েছেন, রাজ্য সরকার তাদের সহায়তা করতে বিমানবন্দরে কাউন্টার স্থাপন করবে।

পাঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল এই ফেরত পাঠানোর সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "এই ব্যক্তিরা মার্কিন অর্থনীতিতে অবদান রেখেছেন, তাদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া উচিত ছিল।" তিনি আরও বলেন, অনেক ভারতীয় যাঁরা প্রথমে কাজের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, পরে ভিসার মেয়াদ শেষ হয়ে তাদের অবৈধ অভিবাসী হয়ে পড়েছেন।

মন্ত্রী জানান, তিনি পরবর্তী সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্করের সাথে বৈঠক করবেন, যাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাঞ্জাবিদের সমস্যা নিয়ে আলোচনা করা যায়।

ধালিওয়াল সকল পাঞ্জাববাসীকে সতর্ক করে বলেন, "অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। বৈধ উপায়ে সুযোগ পাওয়ার জন্য শিক্ষা এবং দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ।"

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি বৃদ্ধি পেয়েছে। এর ফলে, পাঞ্জাব থেকে অনেকেই যাঁরা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তারা এখন ফেরত পাঠানো হচ্ছেন।

তথ্যসূত্রঃ https://www.ndtv.com/world-news/inside-donald-trumps-plan-to-make-gaza-beautiful-again-and-legal-hurdles-to-it-7638157#pfrom=home-ndtv_topscroll

মারিয়া

×