ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ইউরোপ উড়িয়ে দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, চাঞ্চল্যকর রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ইউরোপ উড়িয়ে দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, চাঞ্চল্যকর রিপোর্ট

ছবিঃ সংগৃহীত

নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, ইরান গোপনে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ইউরোপে আঘাত হানতে সক্ষম, এবং এই ক্ষেপণাস্ত্রগুলোর নকশা উত্তর কোরিয়া থেকে ইরানকে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই অস্ত্র দুটি সাইটে তৈরি হচ্ছে, যেগুলিকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে। জাতীয় প্রতিরোধ কাউন্সিল অফ ইরান (NCRI), যেটি একটি নির্বাসিত বিরোধী গোষ্ঠী, তাদের রিপোর্টে দাবি করেছে যে, ইরান তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্বরান্বিত করছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ৩,০০০ কিলোমিটার (১,৮০০ মাইল) পর্যন্ত যেতে সক্ষম, যা ইউরোপকে লক্ষ্যবস্তু করতে পারে।

NCRI-এর দাবি, শেহরুদ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরি করার একটি গোপন সাইট, যেখানে ইরানের উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড (IRGC) কাজ করছে। তাদের মতে, এখানে তৈরি করা গাহেম-১০০ ক্ষেপণাস্ত্র গ্রিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

আরেকটি সাইট, যা সেমনান শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত, সেখানে সিমর্ঘ ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, যা উত্তর কোরিয়ার ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে। NCRI-র দাবি, এই সাইটটি আন্ডারগ্রাউন্ডে গোপন রাখা হয়েছে এবং এটি ২০০৫ সাল থেকে সম্প্রসারিত হচ্ছে।

NCRI-এর প্রতিনিধিরা বলছেন, ইরান এখন পূর্বের মতো শক্তিশালী নয়, বরং দুর্বল এবং অসুরক্ষিত। তাদের মতে, পশ্চিমা দেশগুলো এখনই ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধ করার জন্য পদক্ষেপ নিলে তা উপযুক্ত সময়।

তথ্যসূত্রঃhttps://www.ndtv.com/world-news/iran-is-secretly-developing-nuclear-missiles-capable-of-hitting-europe-claims-report-7638017#pfrom=home-ndtv_topstories

মারিয়া

×