ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

নারীর গর্ভে থাকা শিশুর গর্ভেও ভ্রূণ!

প্রকাশিত: ২২:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

নারীর গর্ভে থাকা শিশুর গর্ভেও ভ্রূণ!

ছবিঃ সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায় এক নারী গর্ভাবস্থায় এক বিরল ঘটনা ঘটেছে। যা তা চিকিৎসা বিজ্ঞানে চমক সৃষ্টি করেছে। ৩২ বছর বয়সি ওই নারী তার গর্ভাবস্থার আট মাসে একটি নিয়মিত সোনোগ্রাফি করাতে গিয়ে জানতে পারেন যে, তার গর্ভে থাকা শিশুর শরীরেও আরেকটি ভ্রূণ রয়েছে। এই ঘটনা চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছে এক ধরনের বিস্ময় হিসেবে ধরা পড়েছে।

বুলধানা জেলা সরকারি হাসপাতালের শল্যচিকিৎসক ডা. ভাগবত ভুসারি জানিয়েছেন, সোনোগ্রাফি পরীক্ষায় দেখা গেছে, ওই নারীর গর্ভে এক শিশু রয়েছে। কিন্তু সেই শিশুর গর্ভেও আরেকটি ছোট ভ্রূণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে চিকিৎসকরা এটিকে ঠিক "শিশু" হিসেবে গণ্য করছেন না, কারণ এর হৃদস্পন্দন নেই এবং এটি একটি অঙ্কুরিত মাংসপিণ্ড মাত্র, যাকে "ফিটাস ইন ফেটু" বা "ভ্রূণের মধ্যে ভ্রূণ" বলা হয়।

এটি এমন একটি বিরল ঘটনা যা বিশ্বের অন্যান্য জায়গায়ও খুব কমই দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের প্রতিটি পাঁচ লাখ গর্ভধারণের মধ্যে এমন ঘটনা একবার ঘটে। যদিও এটি একটি বিরল এবং অদ্ভুত ঘটনা, তবে চিকিৎসকরা জানিয়েছেন, গর্ভাবস্থার এই পর্যায়েও নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তার স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ডা. ভুসারি আরও বলেন, এই মাংসপিণ্ডটি আকারে বৃদ্ধি পাচ্ছে, কারণ সেখানে রক্ত সরবরাহ অব্যাহত রয়েছে, তবে এটি জীবিত শিশু নয়। জন্মের পর, শিশুটির গর্ভে থাকা এই মাংসপিণ্ডটি কীভাবে অপসারণ করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে, শিশুটির জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় হবে এবং অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না।

আশিক

সম্পর্কিত বিষয়:

×