ছবি: এএফপি
গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার হামাসের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। হামাস জানায়, আজই এই উদ্যোগ শুরু হয়েছে, আর ইসরায়েল এ সপ্তাহের শেষ নাগাদ কাতারে মধ্যস্থতাকারীদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানোউ জানান, "দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমরা গাজাবাসীদের জন্য আশ্রয়, ত্রাণ এবং পুনর্নির্মাণে অগ্রাধিকার দিচ্ছি।" তবে, আলোচনায় কোন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির শুরু হয়েছিল ১৯ জানুয়ারি, যা ৪২ দিন ধরে চলবে। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরু হলো।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধবিরতিকে ভঙ্গুর বলে মন্তব্য করেছিলেন। আজ ওয়াশিংটনে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে বৈঠক হবে, যেখানে গাজার যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পাবে। বিশ্লেষকরা হামাসের বিবৃতি এবং ইসরায়েলি প্রতিনিধির দোহায় পাঠানোর ঘোষণাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস, যার পর ইসরায়েল গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে। ১৫ মাসের এই ধ্বংসযজ্ঞে গাজার অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়, এবং নিহত হয় ৪৭ হাজার ৫১৮ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
রেজা