ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার

গাজায় নিখোঁজদের মৃত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

গাজায় নিখোঁজদের মৃত ঘোষণা

ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের নতুন সংখ্যা প্রকাশ

ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের নতুন সংখ্যা প্রকাশ করেছে গাজা কর্তৃপক্ষ। জানানো হয়েছে, গাজায় নিহত হয়েছেন ৬২ হাজার। যারা নিখোঁজ ছিলেন, তাদের মৃত ঘোষণা করায় এই সংখ্যা বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। খবর আলজাজিরার। গাজা সরকারের তথ্য অফিসের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘাতে নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে।

এছাড়া কমপক্ষে ১৪ হাজার ২২২ জন এখনো ধ্বংসস্তূপের নিচে অথবা উদ্ধারকারীদের নাগালের বাইরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। গাজা শহরের আল শিফা হাসপাতালে বক্তব্য দেয়ার সময় সালামা মারুফ সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে শিশুই ১৭ হাজার ৮৮১, যার মধ্যে ২১৪ নবজাতক রয়েছে। সম্প্রতি ইসরাইল এবং হামাসের যুদ্ধবিরতির মধ্যেই নিহতের নতুন সংখ্যা জানানো হলো।

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজায় ইসরাইলের টানা ১৫ মাসের গণহত্যা বন্ধ হয়। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আরব দেশগুলো। 
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের প্রত্যক্ষ অংশগ্রহণে থাকতে হবে। ফিলিস্তিনিরা নিজের ভূমিতেই থেকে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে, সপ্তাহান্তে কায়রোতে আয়োজিত এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জর্ডান, সৌদি আরব, মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ কূটনীতিবিদ এবং ফিলিস্তিনি প্রেসিডেনসিয়াল উপদেষ্টা হুসেইন আল-শেখ।

×