ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

কঠোর অবস্থানে ট্রাম্প, অবৈধ ভারতীয়দের একে একে বের করে দিচ্ছেন!

প্রকাশিত: ২০:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

কঠোর অবস্থানে ট্রাম্প, অবৈধ ভারতীয়দের একে একে বের করে দিচ্ছেন!

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এর অংশ হিসেবে, ভারতের অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছেন তিনি। এই মাসের শুরুতেই ট্রাম্প প্রশাসন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে তাদের ভারতে পাঠানোর ব্যবস্থা নিয়েছে।

প্রাথমিকভাবে, প্রায় ২০ হাজার ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প শুধু ভারতীয়দেরই নয়, গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশগুলোর অভিবাসীদেরও সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছেন। হোয়াইট হাউজ সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, অভিবাসীদের সারিবদ্ধভাবে বিমানে তোলা হচ্ছে এবং তাদের কোমরে চেন বাঁধা রয়েছে। এই দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এই ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ভারতীয়রা বিভক্ত প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কিছু মানুষ ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রশংসা করছেন, আবার কিছুজন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ফেসবুকে একজন শামীম মন্তব্য করেছেন, “ভারতের খেলা শেষ, এবার নিজ দেশে ফিরে শান্তিতে ঘুমাও।” অন্যদিকে, সামিয়া নামে এক ব্যক্তি বলেছেন, "এটা আমেরিকা বাংলাদেশ নয়, সাহস থাকলে ট্রাম্পের বিপক্ষে কিছু বলো।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প অভিবাসন ও নাগরিকত্বের বিষয়ে একের পর এক কঠোর নীতি বাস্তবায়ন করেছেন। তবে, ভারতীয়দের ফেরত পাঠানোর এই পদক্ষেপে ভারতীয় প্রশাসন কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে এখন চর্চা চলছে। রাজনৈতিক মহলে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে আলোচনা থামছে না।

এদিকে, ট্রাম্পের এই পদক্ষেপকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া উঠলেও, এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন কোনো মন্তব্য করেনি।

তৌহিদ

×