ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

ট্রাম্পের শপথের আমন্ত্রণ পেতে ৩-৪ বার চেষ্টা চালান মোদি!

প্রকাশিত: ১৮:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের শপথের আমন্ত্রণ পেতে ৩-৪ বার চেষ্টা চালান মোদি!

ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় একাধিক ইস্যুতে মোদিকে আক্রমণ করেন তিনি। কর্মসংস্থান, উৎপাদন খাতের দুর্বলতা, এবং চীনের সাথে ভারতের প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে ধরেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।  

রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পকে সফল করতে ব্যর্থ হয়েছেন। তার মতে, উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ভারত অনেকটাই পিছিয়ে পড়েছে। যার ফলে চীন কমপক্ষে ১০ বছর এগিয়ে রয়েছে। তিনি বলেন, "ভারতীয়রা চীনা ফোন ব্যবহার করে এবং বাংলাদেশী পোশাক পরে। যার লাভের সবটাই নিয়ে যাচ্ছে চীন।"

তিনি আরও বলেন, দেশীয় উৎপাদন খাতের দুর্বলতার কারণেই চীনের বাজারে আধিপত্য বাড়ছে, আর ভারত তার সুযোগ হারাচ্ছে। এ সময় তিনি মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করেন।  

রাহুলের বক্তব্যের সময় বিজেপি সাংসদরা তীব্র প্রতিবাদ জানান, তবে তাতে দমে যাননি কংগ্রেস নেতা। বরং নিজের বক্তব্যে অটল থেকে তিনি মোদিকে কাঠগড়ায় দাঁড় করান।  

লোকসভায় এদিন উত্তপ্ত পরিবেশ তৈরি হলেও, রাহুল গান্ধী ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রবল বিরোধিতার মধ্যেও তিনি তাঁর বক্তব্য চালিয়ে যান এবং মোদির নীতিকে ব্যর্থ বলে উল্লেখ করেন।  

রাহুল তার বক্তব্যে দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে তিন থেকে চারবার যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন মোদি। রাহুল গান্ধী বলেন, “আমরা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ৩-৪ বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকত এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসত এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতো।”

সূত্র: https://www.youtube.com/watch?v=Jen1CPgCrr4

আশিক

×