ছবি: সংগৃহীত
ট্রাম্প গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনায় অভিবাসন নীতি, প্রতিরক্ষা সরঞ্জাম কেনা এবং ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
চীনকে মোকাবিলার অংশ হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। বিশেষ করে, বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ভারত আগ্রহী। তবে এই বৈঠক ভবিষ্যতের আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরো গভীর করার জন্য প্রধানমন্ত্রীর দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে উভয় পক্ষই কাজ করছে।
অনিক