লোকসভায় উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেদিকে তোয়াক্কা করলেন না বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এবার মোদির সামনেই তাকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন রাহুল।
সোমবার ভারতের লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনা করেন রাহুল গান্ধী। সে সময় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে করে দেশের কর্মসংস্থানসহ একাধিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদিকে কড়া করে সমালোচনা করেন তিনি। তার দাবি নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। এছাড়া ভারতের তুলনায় যেকোন বিষয়ে চীন অন্তত ১০ বছর েএগিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
তার এমন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। তবে রাহুল গান্ধী এদিন ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রতিবাদও তাকে দমাতে পারেনি। রাহুল তার বক্তব্যে দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরতে তিন থেকে চারবার যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন মোদি।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=Jen1CPgCrr4
শিহাব