ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

‘ব্যর্থ’ মোদিকে কটাক্ষ, চীন ও বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

‘ব্যর্থ’ মোদিকে কটাক্ষ, চীন ও বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

ছবিঃ সংগৃহীত

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে ব্যর্থ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতের তুলনায় চীন অন্তত ১০ বছর এগিয়ে রয়েছে।

সোমবার লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করেন। ‘লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী। প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন, চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে চীন’।

তিনি আরও বলেন, ভারত উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছে, যার ফলে চীনা পণ্য ও বাংলাদেশি পোশাকে ভারতের বাজার সয়লাব হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের পণ্য ব্যবহার করি অথচ আদানি, রিলায়েন্সসহ বড় ব্যবসায়ীরা উন্নতি করলেও দেশের সাধারণ মানুষ তেমন সুবিধা পাচ্ছে না।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

জাফরান

×