ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে, দেশটিতে বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) টেক্সাসের সান আন্তোনিও থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সি-১৭ কার্গো বিমানে ভারতীয় অভিবাসীকে ভারতে পাঠানো হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অধীনে, অবৈধ অভিবাসীদের শনাক্ত করে সামরিক বিমানে করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে ভারতীয়দেরও নিজ দেশে ফেরত পাঠানো শুরু হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর তিনি আশ্বস্ত হয়েছেন যে, ভারত এই অভিবাসীদের ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই পদক্ষেপের প্রশংসা করলেও, অনেকেই সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।
জাফরান