ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ১১:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু যুক্তরাষ্ট্র থেকে

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে দেশটিতে বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা করেছে।

যুক্তরাষ্ট্রে আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন, যার মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ কার্গো বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে উড্ডয়ন করেছে এবং ভারতে পৌঁছাতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫ হাজারেরও বেশি অভিবাসী ফেরত পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে সামরিক বিমানে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতির কড়াকড়ি আরোপের পাশাপাশি কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কেও কঠোর অবস্থান নিয়েছে। তবে মেক্সিকো ও কানাডার সঙ্গে সীমান্ত নিরাপত্তা এবং মাদক পাচার রোধের বিষয়ে সমঝোতার পর শুল্ক বৃদ্ধি আপাতত স্থগিত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, অভিবাসন ও বাণিজ্য নীতিতে ট্রাম্পের এই কঠোর অবস্থান তাঁর পুনর্নির্বাচন প্রচারের গুরুত্বপূর্ণ অংশ। তবে সামরিক বিমানে অভিবাসী বহিষ্কারের নীতি যুক্তরাষ্ট্রের ভেতরে বিতর্কের জন্ম দিয়েছে।

রেজা

×