ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

প্রকাশিত: ১১:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর নির্ধারিত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন। নতুন শুল্ক কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সময়ের মধ্যে কানাডা ও মেক্সিকো সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক পাচার রোধে পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। সমঝোতা অনুযায়ী, কানাডা একজন ‘ফেন্টানিল জার’ নিয়োগ করবে, আর মেক্সিকো সীমান্তে দশ হাজার সৈন্য মোতায়েন করবে।

ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের মধ্যে কয়েক দফা ফোনালাপের পর এ সমঝোতা হয়। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার হওয়ায়, শুল্ক আরোপ হলে উভয় দেশ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

এদিকে, চীনা পণ্যের ওপর যে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্প আগেই দিয়েছিলেন, তা আজ কার্যকর হতে পারে।

রেজা

×