বিশ্ব রাজনীতির উত্তাল তরঙ্গে ভারত যেন একের পর এক সংকটের সম্মুখীন হচ্ছে। প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান থেকে শুরু করে সুদূর আমেরিকা পর্যন্ত নানা সমস্যায় জর্জরিত নয়াদিল্লি।
তবে এবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আফ্রিকার দেশ কঙ্গো। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে রক্তক্ষয়ী সংঘর্ষে আটকে পড়েছেন প্রায় ২৫ হাজার ভারতীয়। পরিস্থিতির জটিলতায় ভারত সরকারও দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
কঙ্গোর গোমা শহরে রোয়ান্ডা-সমর্থিত এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত কয়েকদিনে এই রক্তক্ষয়ী লড়াইয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭০। এই ভয়াবহ পরিস্থিতির কারণে সেখানকার ভারতীয় সম্প্রদায় চরম সঙ্কটে পড়েছেন। বিশেষ করে গোমায় বসবাসকারী প্রায় ১ হাজার ভারতীয় এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
ভারত সরকারের পক্ষ থেকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “কঙ্গোর বেশ কয়েকটি শহরে চলমান সংঘর্ষ নিয়ে আমরা অবগত। আমাদের দূতাবাস ইতোমধ্যেই নির্দেশিকা জারি করেছে এবং বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।” তিনি আরও জানান, “যে কোনো ভারতীয় সমস্যায় পড়লে এই হেল্পলাইনে দ্রুত যোগাযোগ করতে পারবেন।”
সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার সক্রিয় ভূমিকা পালন করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে দূতাবাসের টানা আলোচনা চলছে। কঙ্গোর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত সরকার কড়া নজরদারি বজায় রাখবে বলেও জানানো হয়েছে।
কঙ্গোর অস্থির পরিস্থিতি ভারতীয়দের জন্য এক ভয়ংকর সংকট তৈরি করেছে। সেখানকার ভারতীয়রা জীবন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন ভারত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আপাতত ভারতীয়দের নিরাপত্তায় সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে, যা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।
সূত্র:বাংলাহান্ট
আফরোজা