ছবি: সংগৃহীত
মেক্সিকোর ওপর এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম।
শেইনবাম মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, ট্রাম্প এক মাসের জন্য তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন।
তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে। এরপরই তিন শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
এইদিকে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথে জানিয়েছেন, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা মেক্সিকোর কর্মকর্তাদের সঙ্গে কয়েকদিনের মধ্যে কথা বলবেন। তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে তিনি আলোচনা করে দুই দেশের মধ্যে একটি চুক্তি করবেন।
ট্রাম্প শর্ত দিয়েছেন, মেক্সিকোকে সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো। একই সাথে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের এখান থেকে মেক্সিকোতে যেন অবৈধ অস্ত্র প্রবেশ না করে সেদিকে নজর রাখবেন তিনি।
সূত্রঃ https://www.facebook.com/JamunaTelevision/videos/2398411873834812/?rdid=eE8o35OgmYG4J4YZ#
শিলা ইসলাম