ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মিশরে কি আসছে ‘সিরিয়া স্টাইল’ বিপ্লব?

প্রকাশিত: ২৩:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মিশরে কি আসছে ‘সিরিয়া স্টাইল’ বিপ্লব?

ছবি সংগৃহীত

মিশরের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সরকার এখন এক অস্থির সময় পার করছে। সম্প্রতি সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর মিশরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার আন্দোলনের ঢেউ এবার মিশরেও আঘাত হানতে পারে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা সিসির জন্য সিরিয়ার বিপ্লব এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে মিশরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইটস ইউর টার্ন’ (এবার তোমার পালা) হ্যাশট্যাগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ জনগণের ক্ষোভ প্রকাশ পাচ্ছে এবং সরকারবিরোধী আন্দোলনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

গত কয়েক বছর ধরে মিশরে সিসি সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত অবনতি হচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রভাব খুব সামান্যই পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, মিশরের ইতিহাসে দেখা গেছে, সরকার পতনে জনগণের ব্যাপক অংশগ্রহণই যথেষ্ট। অস্ত্রের প্রয়োজন হয় না, বরং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভই বড় ভূমিকা রাখে।

সিসির সরকার এতদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন নিয়ে টিকে ছিল। তবে দেশটির ভেতরেই বিরোধী দলগুলোর শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সরকারবিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে, যা সিসির শাসন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেবে। মিশরের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, সিরিয়ার বিপ্লবের প্রভাব এখানেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন প্রশ্ন হলো, সিসি সরকার কি এই ঝড় সামাল দিতে পারবে, নাকি মিশরেও দেখা যাবে আরেকটি ঐতিহাসিক বিপ্লব?

সূত্র: https://www.youtube.com/watch?v=PIuTeQTth8s&t=2s

আশিক

সম্পর্কিত বিষয়:

×