ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

পশ্চিমতীরে ২৩টি বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল

প্রকাশিত: ২১:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

পশ্চিমতীরে ২৩টি বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২৩টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সোমবার অধিকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর শব্দ শোনা গেছে আশপাশের শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছের আদ-দামজ এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে। খবর আলজাজিরার। এদিকে ইসরাইলি হামলায় নিহত হওয়ার চার মাস পর হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা নামাজের আয়োজন করতে যাচ্ছে গোষ্ঠীটি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির বর্তমান প্রধান নাঈম কাসেম বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি বৈরুতের উপকণ্ঠে হাসান নাসরাল্লাহকে দাফনের প্রস্তুতি চলছে। এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, জেনিনে কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। এ ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল। তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি বাহিনী। ইসরাইলের সেনাবাহিনী গত মাস থেকে পশ্চিমতীরে অভিযান শুরু করেছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে আয়রন ওয়াল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে পশ্চিমতীরে ইসরাইলের হামলায় ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশী সরকারপ্রধান হিসেবে হোয়াইট হাউস যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু। ট্রাম্পের অভিষেকের পর প্রথম কোনো নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মৈত্রী শক্তির স্মারক হিসেবে দেখছেন বলেও জানান তিনি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির।

×