ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

প্রকাশিত: ২০:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতি ও ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সোমবার শহরের প্রধান ফ্রিওয়েতে মিছিল করেন অভিবাসীরা। এ সময় ট্রাম্পবিরোধী নানা স্লোগান দেন তারা। খবর সিএনএনের। দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের  চাপে দিশেহারা হয়ে  পড়েছেন অবৈধ অভিবাসীরা। তাদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সাঁড়াশি অভিযান। স্মরণকালের ব্যাপক ধড়পাকড়ে আতঙ্কে অনেকেই আছেন আত্মগোপনে। এবার সেই ভয় আর আতঙ্ক ভুলে লস অ্যাঞ্জেলেস রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন হাজার হাজার মানুষ। এদিকে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থান ফের ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেছেন, যদি খালের নিয়ন্ত্রণ না আসে, তাহলে সামনে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে সেখানে।

×