ছবিঃ সংগৃহীত
মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে নিকাব পরিধান নিষিদ্ধ করেছে সরকার। নতুন এই আইন অনুযায়ী, যারা প্রকাশ্যে নিকাব পরবেন তাদের ২৩০ ডলার জরিমানা করা হবে। কিরগিজস্তানের আইনপ্রণেতাদের মতে, এই আইন নিরাপত্তা নিশ্চিত করতে আনা হয়েছে, যাতে মানুষের মুখ পরিচিত করা সম্ভব হয় এবং কোনও নিরাপত্তাজনিত সমস্যা না ঘটে।
তবে, দেশটির বিরোধী দল এবং মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, এই আইন নারীদের পোশাক পরিধানে স্বাধীনতা হরণ করবে এবং এটি ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
কিরগিজস্তানে নিকাব পরিধান নিয়ে বিতর্ক কয়েক বছর ধরে চলছিল এবং এবার সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। উল্লেখযোগ্য যে, কিরগিজস্তান ছিল মধ্য এশিয়ার একমাত্র দেশ যেখানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরা নিষিদ্ধ ছিল না।
এছাড়া, কিরগিজস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তান ইতোমধ্যে তাদের স্কুল, সরকারি অফিস এবং ভবনগুলোতে হিজাব পরিধান নিষিদ্ধ করেছে।
আসিফ