ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রাবাজারে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রুপির মান আরও ৬৭ পয়সা কমে এক ডলারের বিপরীতে ৮৭.২৯ রুপিতে নেমে এসেছে, যা ইতিহাসের অন্যতম সর্বনিম্ন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫% এবং চীনের পণ্যের ওপর ১০% শুল্ক বসিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এ পদক্ষেপ বিশ্ববাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে, যার প্রভাব ইতোমধ্যে ভারতীয় মুদ্রায় পড়তে শুরু করেছে।
গত শুক্রবার বাজার বন্ধের সময় এক ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৬.৬২, যা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। কিন্তু নতুন শুল্কের প্রভাব পড়তেই তা আজ ৮৭.২৯-এ নেমে আসে।
এর আগেও বৈশ্বিক সংকটের কারণে রুপির পতন হয়েছিল। গত বছরের এপ্রিলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির শঙ্কা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে রুপির মান ৮৩.৫৩-তে নেমেছিল। তবে এবার ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি ডলারের মানকে আরও শক্তিশালী করেছে এবং মার্কিন শেয়ার বাজারকে উর্ধ্বমুখী করেছে, যা রুপির ওপর চাপ বাড়িয়েছে।
ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ট্রেজারি প্রধান আনশুল চন্দক জানিয়েছেন, মুদ্রাবাজারের এই অস্থিরতা আগামী ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এর ফলে ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ কমার সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শুধু মুদ্রাবাজারই নয়, ভারতের শেয়ার বাজারেও এই শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং বাজারে অস্থিরতা বেড়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, ভারত সরকারকে দ্রুত বাণিজ্য নীতিতে পরিবর্তন আনতে হবে, যাতে এই বৈশ্বিক চাপ সামাল দেওয়া সম্ভব হয়।
জাফরান