ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

রেকর্ড পতনে ভারতীয় মুদ্রার দর, ডলারের বিপরীতে কত রুপির দাম?

প্রকাশিত: ১৪:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

রেকর্ড পতনে ভারতীয় মুদ্রার দর, ডলারের বিপরীতে কত রুপির দাম?

ছবিঃ সংগৃহীত

কানাডা, মেক্সিকো এবং চীনা পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার জেরে রেকর্ড দাম পড়ল ভারতীয় মুদ্রার।  আরও ৬৭ পয়সা কমে গেল রুপির দাম। সোমবার ৮৭.২৯-এ নেমে রেকর্ড পতন হল রুপির দামে। গত কয়েক সপ্তাহ ধরেই কমছে রুপির দাম। পতনের জন্য রোজই তৈরি হচ্ছে একের পর এক রেকর্ড।

বাণিজ্য যুদ্ধের আশঙ্কা 

ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। চীনা পণ্যের উপরও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এর ফলে খুব তারাতাড়ি বিশ্বব্যাপী এক ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারই প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়। গত শুক্রবার যখন বাজার বন্ধ হয়, তখন এর থেকে স্থিতিশীল ছিল ভারতীয় মুদ্রা। ডলারের নিরিখে রুপির দাম ছিল ৮৬.৬২ টাকা। কিন্তু সোমবার (৩ ফেব্রুয়ারি) বাজার খুলতেই আবার ধাক্কা। ৮৭ টাকায় শুরু হয় লেনদেন। তারপর আবার দাম নেমে যায়। 

ভারতীয় মুদ্রার দাম পড়ে যাওয়ার কারণ 

এই বছরের এপ্রিল মাসেও  মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম অনেকটা পড়ে গিয়েছিল। তখন রেকর্ড দাম করে ১ ডলার ছিল ভারতীয় মুদ্রায়  ৮৩.৫৩ টাকার সমান ।  তখন অবশ্য রুপির দাম পড়ার ক্ষেত্রে অনুঘটকের মতো কাজ করেছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আশঙ্কা,ও সেই পরিপ্রেক্ষতিতে মার্কিন মুদ্রার শক্তি বৃদ্ধি । এছাড়াও বিশেষজ্ঞদের ধারণা  বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিও এই পতনের কারণ ছিল। ট্রাম্পের প্রত্যাবর্তনের পর আমেরিকার ডলার যেখানে লাগাতার শক্তিবৃদ্ধি করছে। চাঙ্গা হয়েছে মার্কিন শেয়ার বাজার। তার মধ্যে ট্রাম্পের এই নয়া শুল্ক-নীতির প্রভাব পড়েছে  ডলারের দামে। ট্রাম্পের আমলে নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞাগুলির ফলে মার্কিন ডলারের মূল্য বেড়েছে। বিশ্বের বেশিরভাগ দেশের মুদ্রার নিরিখে এখন ডলার আরও শক্তিশালী। আরবিএল ব্যাঙ্কের ট্রেজারি প্রধান আনশুল চন্দক  রয়টার্সকে জানিয়েছেন এই ট্রেন্ড চলতে পারে আরও ৬ থেকে ৮ সপ্তাহ। আর ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে।             

শুধু ভারতীয় মুদ্রা নয়, ট্রাম্পের শুল্কনীতির নেতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় স্টক মার্কেটেও। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় বাজেটের ইতিবাচক প্রভাবকেও ছাপিয়ে গিয়েছে ট্রাম্পের এই নয়া ঘোষণার প্রতিফলন। বিশ্লেষকদের মতে, আগামী বেশ কিছুদিন দেশীয় স্টক মার্কেট চাপের মধ্যেই থাকবে।

 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

রিফাত

×