ছবিঃ সংগৃহীত
ক্ষমতায় থাকা অবস্থায় বাইডেন লাখ লাখ মুরগি মেরে ফেলেছেন। যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দাম না কমার পিছনে এটাই উল্লেখ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিণ লেভিট। যদিও, বাইডেন প্রশাসনের দাবি ভাইরাসে আক্রান্ত হয়ে কোটি কোটি মুরগি মরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ডিম বাজারে সংকট দেখা দিয়েছে। ফলশ্রুতিতে, দেখা দিয়েছে মূল্যবৃদ্ধি।
নতুন প্রেস সেক্রেটারি তার প্রথম প্রেস ব্রিফিংয়ে বলেন, বাইডেনের শাসনামলে ১০ কোটিরও বেশি মুরগি হত্যা করা হয়েছে। এতে বাজারে মুরগির পাশাপাশি ডিমেরও সঙ্কট দেখা দিয়েছে। যা বাজারে মূল্যবৃদ্ধির কারণ।
কিন্ত প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মুরগির ভাইরাসের জন্য মুরগি মেরে ফেলা হয়েছিলো সে বিষয় এড়িয়ে যান। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মারাত্মক ভাইরাসে কোনো প্রাণী আক্রান্ত হলে, অন্য প্রাণীর শরীরে ভাইরাস ছড়ানোর আগেই সেই প্রাণীকে হত্যা করতে হয়। ট্রাম্পের প্রথম শাসনামলেও এই নিয়ম বহাল ছিলো। নিয়ম মেনেই কোটি কোটি মুরগি মেরে ফেলা হয়েছিলো বাইডেনের আমলে। যা প্রেস সেক্রেটারির মন্তব্যকে আংশিক মিথ্যে বলে প্রমাণ করে।
রিফাত