ছবিঃ সংগৃহীত
ক্ষমতায় থাকা অবস্থায় বাইডেন লাখ লাখ মুরগি মেরে ফেলেছেন। যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দাম না কমার পিছনে এটাই উল্লেখ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। নির্বাচনী প্রচারণা চলাকালীন প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতায় এলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবেন কিন্ত এখনো যুক্তরাষ্ট্রে কমেনি ডিমের দাম।
এতে বাইডেন আমলের মূল্যস্ফীতি সম্পর্কিত নীতিকে দায়ী করছে ট্রাম্প প্রশাসন। যদিও, বাইডেন প্রশাসনের দাবি ভাইরাসে আক্রান্ত হয়ে কোটি কোটি মুরগি মরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ডিম বাজারে সংকট দেখা দিয়েছে। ফলশ্রুতিতে, দেখা দিয়েছে মূল্যবৃদ্ধি।
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তার প্রথম প্রেস ব্রিফিংয়ে বলেন, বাইডেনের শাসনামলে ১০ কোটিরও বেশি মুরগি হত্যা করা হয়েছে। এতে বাজারে মুরগির পাশাপাশি ডিমেরও সঙ্কট দেখা দিয়েছে। যা বাজারে মূল্যবৃদ্ধির কারণ।
রিফাত