ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

‘গরুর ডিম’ খাওয়ার পরামর্শ দিয়ে বন্ধ হলো এআই

প্রকাশিত: ২১:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫

‘গরুর ডিম’ খাওয়ার পরামর্শ দিয়ে বন্ধ হলো এআই

ছবি: সংগৃহীত

ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘লুসি’ ভুল তথ্য দেওয়ার অভিযোগে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি সাধারণ গাণিতিক সমস্যার ভুল উত্তর দেওয়ার পাশাপাশি এক ব্যবহারকারীকে ‘গরুর ডিম’ খাওয়ার পরামর্শ দিয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে।

 

লুসির নির্মাতা প্রতিষ্ঠান লিনাগোরা গ্রুপ জানায়, এটি মূলত একটি গবেষণামূলক প্রকল্প, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এটি ‘খুব দ্রুত’ চালু করা হয়েছিল, এবং ব্যবহারকারীদের সীমাবদ্ধতা সম্পর্কে যথাযথভাবে জানানো হয়নি।

চ্যাটবটটির বিতর্কিত উত্তরগুলোর মধ্যে অন্যতম ছিল ‘গরুর ডিম’-সংক্রান্ত তথ্য। এক ব্যবহারকারী যখন ‘গরুর ডিম’ সম্পর্কে জানতে চান, তখন লুসি উত্তর দেয়: "গরুর ডিম, যা মুরগির ডিম নামেও পরিচিত, গরুর তৈরি ভোজ্য ডিম। এটি প্রোটিন ও পুষ্টির ভালো উৎস এবং স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচিত হয়।"

এছাড়া, এটি ৫ দিয়ে (৩+২) গুণ করতে বললে সঠিক উত্তর ২৫-এর পরিবর্তে ১৭ বলে। এমনকি এটি দাবি করে, ‘ছাগলের বর্গমূল এক’!

 

ভুল তথ্য দেওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ার পর লিনাগোরা গ্রুপ জানায়, লুসিকে আপডেট করা হবে এবং পরীক্ষামূলক সংস্করণে পুনরায় চালু করা হবে।

ফ্রান্স সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইংরেজি ভাষার আধিপত্য কমাতে লুসির মতো ফরাসি ভাষার মডেল তৈরি করতে চায়। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ‘ফ্রান্স ২০৩০’ কর্মসূচির আওতায় এটি সমর্থন পেয়েছে।

আগামী ১০-১১ ফেব্রুয়ারি প্যারিসে অনুষ্ঠিতব্য ‘আল্ট্রাফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিট’-এ বিশ্ব নেতারা এআই বিষয়ে আলোচনা করবেন। তবে এর আগেই লুসির ‘গরুর ডিম’ বিতর্ক ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

 

 

তাবিব

×