ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মিয়ানমারে গৃহযুদ্ধ! জান্তা সরকার কতদিন টিকবে?

প্রকাশিত: ২০:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

মিয়ানমারে গৃহযুদ্ধ!  জান্তা সরকার কতদিন টিকবে?

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের রাজনৈতিক সংকট যেন অনেক দেশেই হারিয়ে গেছে, তবে বাস্তবে দেশটির পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মিয়ানমার, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার শতাধিক জাতিগত গোষ্ঠীর আবাসস্থল, বর্তমানে একটি গভীর রাজনৈতিক ও সামরিক সংকটে রয়েছে। মিয়ানমারের জান্তা সরকার গত চার বছর ধরে দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং এই সংঘাত মূলত সামরিক সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে।

এতদূর যে, এখন মিয়ানমারের প্রায় ৮০ শতাংশ অঞ্চল বিদ্রোহীদের দখলে চলে গেছে। সেনা সরকারের বিরুদ্ধে লড়াই করছে দেশটির বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্স (PDF), যারা জান্তা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে বদ্ধপরিকর।

চিন্তাভাবনা চলছে যে, এত সংকট সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত ও চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অনেকেই মিয়ানমারের সংকট নিয়ে বিশেষ মাথাব্যথা দেখাচ্ছে না। আসিয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে অনেকটাই অনীহা দেখিয়েছে।

তবে, মিয়ানমারের এই সংকট কেবল দেশটির জনগণের জন্যই বিপদজনক নয়, বরং এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলের ওপর। জান্তা সরকারের প্রতি বিদ্রোহীদের প্রতিরোধ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, আর পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে, মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হওয়ার আশঙ্কা প্রকট।

এই সংকটের কোনো সুরাহা শীঘ্রই দেখা না গেলেও, মিয়ানমারের জনগণ তাদের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন তৈরি করেছে: তাদের প্রতি সাহায্য ও সমর্থন কখন আসবে?

তথ্যসূত্রঃ https://youtu.be/2ZdfobUr_RE?si=O5EnjJr0-RsTLrjk

মারিয়া

×