ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

কানাডা, মেক্সিকো পাল্টা জবাব দিল, চীন বলল—প্রতিশোধ নেব!

প্রকাশিত: ২০:১৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

কানাডা, মেক্সিকো পাল্টা জবাব দিল, চীন বলল—প্রতিশোধ নেব!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক সহযোগীরা পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন মঙ্গলবার থেকে কানাডার পণ্যগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক এবং কানাডার এনার্জি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। মেক্সিকোর পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে, আর চীনের পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক। ট্রাম্পের মতে, এসব শুল্ক "আমেরিকানদের সুরক্ষিত রাখতে" প্রয়োজন, এবং তিনি এই শুল্কগুলো সেই সময় পর্যন্ত বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যতক্ষণ না যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য ফেন্টানিল এবং অবৈধ অভিবাসনের জাতীয় সংকট শেষ হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের (প্রায় ১০৬.৫ বিলিয়ন ডলার) আমদানি পণ্যের ওপর সমান শুল্ক আরোপ করবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমও পাল্টা শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন, এবং চীন "প্রতিশোধমূলক ব্যবস্থা" নেবার কথা জানিয়েছে।

রেজা

×