ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ফাঁস হচ্ছে হোয়াটসঅ্যাপের গোপন তথ্য!

প্রকাশিত: ১৮:২০, ২ ফেব্রুয়ারি ২০২৫

ফাঁস হচ্ছে হোয়াটসঅ্যাপের গোপন তথ্য!

ছবিঃ সংগৃহীত

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইসরাইলি ভার্চুয়াল গোয়েন্দা কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। ইসরাইলি প্রতিষ্ঠান প্যারাগন সলিউশন্সের তৈরি একটি স্পাইওয়্যার, "গ্রাফাইক", ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছে। এটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে, যেমন— টেক্সট মেসেজ, ভয়েস কল, ইমেজ, এবং তাদের সার্বক্ষণিক গতিবিধি। এছাড়া, ক্যামেরার মাধ্যমে কথাবার্তা শুনতেও সক্ষম এই স্পাইওয়্যার।

সম্প্রতি, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে যে, তারা ১০০ এর বেশি ব্যবহারকারীর তথ্য চুরির শিকার হয়েছে। এই তথ্য চুরির মূল টার্গেট হিসেবে চিহ্নিত হয়েছেন সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা। গ্রুপ চ্যাট, পিডিএফ ফাইল হ্যাকিংসহ আরও কিছু গোপনীয় কার্যক্রম লক্ষ্য করা গেছে।

ইসলাইলি স্পাইওয়্যার নিয়ে এই উদ্বেগজনক তথ্য প্রকাশিত হওয়ার পর, প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য গার্ডিয়ান, রয়টার্স, এবং আল জাজিরা এই বিষয়ে রিপোর্ট করেছে। এর মাধ্যমে নতুন করে সামনে এসেছে তথ্য সন্ত্রাসের গোপন কার্যক্রম এবং এর ভয়াবহ পরিণতি।

এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বড় ধরনের প্রশ্ন উঠছে: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এর প্রভাব বিশ্বব্যাপী ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা তৈরি করতে বাধ্য করছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/Ofx8xV0yjUI?si=O9HwNcWjzPzHzi_k

মারিয়া

×