ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনের পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
কানাডার প্রতিক্রিয়া
শনিবার (১ ফেব্রুয়ারি) ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা।
তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে, আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের ওপর শুল্ক কার্যকর হবে ২১ দিনের মধ্যে, যাতে কানাডার কোম্পানিগুলো সময় পায়।
সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, “এই পাল্টা শুল্কের ধাক্কা যুক্তরাষ্ট্রের বাজার ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলবে।”
মেক্সিকোর প্রতিক্রিয়া
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমেরিকার এই শুল্ক আরোপের বিরুদ্ধে মেক্সিকো কৌশলগত পদক্ষেপ নেবে, যাতে আমাদের অর্থনীতি সুরক্ষিত থাকে।”
চীনের প্রতিক্রিয়া
চীনের বাণিজ্য মন্ত্রণালয় শক্ত প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) নিয়মের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, “আমেরিকার এই পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। চীনও আমেরিকার বিরুদ্ধে একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে।”
বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তির এই পাল্টা শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক বাণিজ্য অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে
মো. মহিউদ্দিন