সৌদি বাদশাহ’র পক্ষ থেকে খাদ্য উপহার পেলেন বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫ শতাধিক পরিবার। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার আমীর অধ্যাপক মহি উদ্দিন হাছান রবিবার (২রা ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, এসব খাদ্য উপহার সামগ্রী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করেন। বিতরণ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবী সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আখতার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, চাটখিল পৌর সভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার জামাল উদ্দিন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনি, ছাত্র নেতা আরিফুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার আমীর অধ্যাপক মহি উদ্দিন হাছান বলেন, গত আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সৌদি সরকারের কাছে সহায়তা চাওয়া হয়। পরবর্তীতে সেই সহায়তা আইনি ও কুটনৈতিক নিয়ম শেষে আসতে কিছুটা সময় লেগেছে। সৌদি বাদশাহ’র পক্ষ থেকে এসব উপহার আসামাত্রই ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে বিতরণের আয়োজন করা হয়।
নুসরাত