ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বাণিজ্য যুদ্ধে জড়াচ্ছে ৩ দেশ!

প্রকাশিত: ১০:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৫

বাণিজ্য যুদ্ধে জড়াচ্ছে ৩ দেশ!

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর দেশ দুটি পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১৫৫ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে, বাকি অংশ ২১ দিনের মধ্যে প্রযোজ্য হবে।

অন্যদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করা হবে। ধারণা করা হচ্ছে, মেক্সিকোও ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নেবে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র কানাডা থেকে ১০ শতাংশেরও কম শুল্ক দিয়ে তেল আমদানি করে থাকে, যা এই নতুন শুল্কের কারণে ব্যয়বহুল হতে পারে।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সংকট মোকাবিলার জন্য তিনি এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছেন, "অবৈধ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এই শুল্ক আরোপ করা হয়েছে।"

জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেছেন, "এই বাণিজ্য যুদ্ধ আমরা চাইনি, কিন্তু কানাডার স্বার্থ রক্ষা করতে আমরা পিছু হটবো না।"

ট্রুডো স্পষ্ট করেছেন যে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে মাত্র ১ শতাংশেরও কম অবৈধ ফেন্টানিল প্রবেশ করে। তাই এই শুল্ক আরোপ যৌক্তিক নয়।

কানাডার শুল্ক আরোপের তালিকায় রয়েছে: আমেরিকান বিয়ার, ওয়াইন,ফল, ফলের জুস, শাক-সবজি, পারফিউম, পোশাক ও জুতা, খেলাধুলার সামগ্রী, ফার্নিচার, প্লাস্টিক ও গৃহস্থালি পণ্য।

কানাডার প্রাদেশিক নেতারাও ট্রুডোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন। কুইবেকের নেতা ফ্রাঁসোয়া লেগো বলেছেন, "কানাডা এই বাণিজ্য যুদ্ধ শুরু করেনি, তবে আমরা আমাদের স্বার্থ রক্ষা করবো।"

আশিক

×