ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নভোচারীদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন মাস্ক! ট্রাম্পের চমকপ্রদ সিদ্ধান্ত

প্রকাশিত: ০৭:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

নভোচারীদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন মাস্ক! ট্রাম্পের চমকপ্রদ সিদ্ধান্ত

মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্ক এ তথ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ শেয়ার করেছেন।

মাস্ক জানিয়েছেন, ২০২৪ সালের জুন থেকে মহাকাশ স্টেশনে থাকা ওই দুই নভোচারীকে দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যদিও নাসা বলেছে, তাঁরা আটকে পড়েননি এবং সুরক্ষিত ফেরার ব্যবস্থা রয়েছে।অনেকেই মনে করছেন মাস্ক কেবল ব্যঙ্গ করেছেন। তবে এই মন্তব্য নাসার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। নাসার ক্রু-৯ মিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুনে বোয়িং স্টারলাইনারে মহাকাশ স্টেশনে যান উইলমোর ও উইলিয়ামস। আট দিনের মিশন ছিল তাঁদের। কিন্তু মহাকাশযানের ইঞ্জিন সমস্যায় তাঁরা আটকে পড়েন। নাসা পরিস্থিতি মোকাবিলায় নতুন পরিকল্পনার কথা ভাবছে।

তথ্যসূত্র: ওয়্যারড

রাজু

×