ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

লিবিয়ায় উপকূলে ভেসে এলো ২০ মরদেহ, ধারণা করা হচ্ছে সবাই বাংলাদেশি

প্রকাশিত: ০২:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

লিবিয়ায় উপকূলে ভেসে এলো ২০ মরদেহ, ধারণা করা হচ্ছে সবাই বাংলাদেশি

ছবি: সংগৃহীত।

লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সবাই বাংলাদেশি। লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, আজদাদিয়াতে ইতোমধ্যে ২০টি মরদেহ দাফন করা হয়েছে, যা ব্রেগা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। দূতাবাস জানায়, মরদেহগুলো প্রায় পচে-গলে যাওয়ায় তা দাফন করা হয়েছে।

তবে এখনো কোনো উৎস থেকে মৃতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। নিহতদের কারো কাছেই নাম-ঠিকানাসংক্রান্ত কোনো নথিপত্র পাওয়া যায়নি।

এ দুর্ঘটনাস্থল লিবিয়ার পূর্ব সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়েছে, যার রাজধানী বেনগাজিতে অবস্থিত। বাংলাদেশ দূতাবাস এখনো ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি পায়নি।

সায়মা ইসলাম

×