ছবিঃ সংগৃহীত।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় ব্রেগা তীরে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকাতে বেশ কিছু অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এরা অভিবাসী হিসেবে লিবিয়া আসতে গিয়ে নৌকা ডুবির শিকার হয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোকে বাংলাদেশি নাগরিক হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, যদিও এটি এখনও নিশ্চিত হয়নি।এই ধরনের ঘটনা লিবিয়া হয়ে ইউরোপে অভিবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিনিয়ত ঘটে চলেছে, যা মানবিক সংকটের আরও একটি উদাহরণ।
লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে তারা বাংলাদেশি নাগরিক কিনা-লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তা এখনো নিশ্চিত হতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধরে নিয়েছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। কিন্তু মরদের কাছ থেকে কোনো নথি পাওয়া যায়নি। ঘটনার স্থানটি পূর্ব সরকারের (jurisdiction) আওতাধীন এবং রাজধানী বেনগাজিতে অবস্থিত। দূতাবাস এখনো ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি।
মরদেহগুলোর মধ্যে ২০টি মরদেহ আজদাদিয়া শহরে ৪০ কিলোমিটার দূরে সমাহিত করা হয়েছে। লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলগুলো এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলির বাংলাদেশে দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।
Faruk