ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

পাকিস্তানের ১৮ সেনা নিহত

প্রকাশিত: ১৮:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানের ১৮ সেনা নিহত

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় পাকিস্তানি আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন। আজ ১ ফেব্রুয়ারি, শনিবার পুলিশ এবং স্থানীয় কর্মকর্তারা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি বেলুচিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে ঘটেছে, যেখানে সন্ত্রাসী গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী সন্দেহভাজন হিসেবে পরিচিত। হামলাকারীরা একটি বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালায়, এতে হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তান সরকার ও সেনাবাহিনী হামলার সাথে জড়িতদের খুঁজে বের করার জন্য দ্রুত তদন্ত শুরু করেছে। এ হামলার পর বেলুচিস্তানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে, কারণ এই অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম এবং বিদ্রোহী আন্দোলন নিয়মিত চলতে থাকে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মানগোচার শহরের কাছে একটি হামলায় ১৮ সেনা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তা বন্ধ করে নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রায় ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসী ছিল। হামলায় সেনাদের গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে গিয়ে আরেক সেনা প্রাণ হারান। আহত তিনজনের অবস্থা গুরুতর, তবে দুজন সেনা ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সক্ষম হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহত সেনাদের ব্যাপারে নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, বেলুচিস্তানে একটি অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

বেলুচিস্তান একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল, যেখানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং সন্ত্রাসী সংগঠন সক্রিয়, যা নিয়মিত হামলার মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি জটিল করে তোলে। পাকিস্তান সেনাবাহিনী এ ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার। বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।

Faruk

×