ছবিঃ সংগৃহীত
ক্যারোলিন লেভিট মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রেস সেক্রেটারি হিসেবে সাংবাদিকদের ব্রিফ করবেন। ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করা লেভিট তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিকে প্রেসিডেন্টের মূল বার্তাগুলোর অন্যতম প্রধান রূপকার হিসেবে পরিচিত।
মাত্র ২৭ বছর বয়সে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে অধিষ্ঠিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে প্রেসিডেন্ট নিক্সনের অধীনে রন জিগলার ২৯ বছর বয়সে এই রেকর্ড করেছিলেন।
লেভিটের নিয়োগ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কোনো সন্দেহ ছিল না। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার সক্রিয় ভূমিকা ও প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কই তাকে এই দায়িত্বে নিয়ে এসেছে।
লেভিট ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, হোয়াইট হাউস ব্রিফিং রুমে কাজের ধরনে কিছু পরিবর্তন আসতে পারে। তিনি জানিয়েছেন, মূলধারার মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত এবং ভ্রান্ত তথ্য বা অসত্য দাবি হলে তিনি সরাসরি চ্যালেঞ্জ করবেন।
ফক্স নিউজ সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ব্রিফিং রুমে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, তবে শত্রুভাবাপন্ন মিডিয়ার সামনে নতিস্বীকার করব না।
ক্যারোলিন লেভিট ট্রাম্প প্রশাসনের নতুন মুখ হলেও তিনি প্রেসিডেন্টের প্রথম মেয়াদে প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকএনেনির অধীনে প্রেস সহকারী এবং ভাষণ লেখকের দায়িত্বে ছিলেন। তার দক্ষতা সম্পর্কে ম্যাকএনেনি বলেছেন, “লেভিট এই পদে নিখুঁত যোগ্য।”
২০২২ সালে ক্যারোলিন নিউ হ্যাম্পশায়ারের প্রথম কংগ্রেসনাল জেলার জন্য কংগ্রেস সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেননি, তার প্রচারণা ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” বার্তার প্রতিফলন ছিল। তিনি একজন ক্যাথলিক এবং ট্রাম্প-ঘনিষ্ঠ রাজনীতিক হিসেবে নতুন প্রজন্মের রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত।
রিফাত