ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ইন্ডিয়ার ব্যর্থতার দায় কংগ্রেসের: মমতা

প্রকাশিত: ২২:৫০, ২৮ জানুয়ারি ২০২৫

ইন্ডিয়ার ব্যর্থতার দায় কংগ্রেসের: মমতা

ছবি: সংগৃহীত

কংগ্রেসের ব্যর্থতাতেই বিজেপিকে হারাতে পারেনি ইন্ডিয়া জোট—এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কংগ্রেসের দুর্বলতার কারণেই বিজেপি পুনরায় কেন্দ্রে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে।

মমতা এই কথা তাঁর নতুন বই ‘বাংলার নির্বাচন ও আমরা’-তে উল্লেখ করেছেন, যা মঙ্গলবার কলকাতা বইমেলার উদ্বোধনের দিনে প্রকাশিত হয়েছে।

মমতা লিখেছেন, “আমরা চেয়েছিলাম বিজেপির বিরুদ্ধে একটা শক্তিশালী জাতীয় জোট তৈরি হোক। সব বিরোধী দল এক হয়ে বিজেপিকে পরাস্ত করতে পারে। কিন্তু কংগ্রেসের কারণে সেটা সম্ভব হয়নি। কমন মিনিমাম প্রোগ্রাম বা যৌথ ইস্তাহার তৈরি না হওয়া, এবং কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই জোট সফল হয়নি।”

এছাড়াও, কংগ্রেসের শক্তি নিয়ে মমতার মন্তব্য, “কংগ্রেসের নিজেদের শক্তি নেই, তারা যেটুকু আসন পেয়েছে, সবই শরিক দলের ওপর নির্ভরশীল।” বাংলায় বিজেপির জয় প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় বিজেপির যে কিছু আসন জয়, তা জনরায়ের নয়, বরং কারচুপির ফল।”

এম.কে

সম্পর্কিত বিষয়:

×