ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ, দেশটিতে শুরু হয়েছে ব্যাপক ধড়পাকড়!

প্রকাশিত: ১৮:০৯, ২৭ জানুয়ারি ২০২৫

সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ, দেশটিতে শুরু হয়েছে ব্যাপক ধড়পাকড়!

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আরও প্রায় ২২ হাজার ৫৫৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। ১৬ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলে এই সাপ্তাহিক অভিযান।

গালফ নিউজ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ১৪ হাজার ২৬০ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী চার হাজার ৯৫৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী রয়েছে তিন হাজার ৩৪১ জন।

 

গ্রেপ্তারদের মধ্যে এক হাজার ৭০০ জন অবৈধভাবে সৌদিতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয় আরও ৮১ জন। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ এবং সহায়তা সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও ২৪ জন।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

শিহাব

×